পরিচিতি

লেখক ও কন্ট্রিবিউটরদের তালিকা বিস্তারিত এখানেarrow-up-right

Go আসলে বেশি পরিচিত golang নামেই। এটি ২০০৭ সালে Google এ ডেভেলপ করা হয়েছিল রবার্ট গ্রিজমার, রব পাইক এবং কেইন থম্পসন এর দ্বারা। ২০০৯ সালের দিকে এই ল্যাঙ্গুয়েজটি প্রকাশ করা হয়। ইতোমধ্যে এটি Google এর বেশ কিছু প্রোডাকশন সিস্টেমে ব্যবহৃত হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজটি মূলত ব্যাকএন্ড সিস্টেমে ব্যবহৃত হয়। অর্থাৎ, সার্ভার ও নেটওয়ার্ক সংক্রান্ত অ্যাপে।

ওপেন সোর্স

এই বইটি মূলত স্বেচ্ছাশ্রমে লেখা এবং বইটি সম্পূর্ন ওপেন সোর্স । এখানে তাই আপনিও অবদান রাখতে পারেন লেখক হিসেবে । আপনার কন্ট্রিবিউশান গৃহীত হলে অবদানকারীদের তালিকায় আপনার নাম যোগ করে দেওয়া হবে ।

এটি মূলত একটি গিটহাব রিপোজিটোরিarrow-up-right যেখানে এই বইয়ের আর্টিকেল গুলো মার্কডাউন ফরম্যাটে লেখা হচ্ছে । রিপোজটরিটি ফর্ক করে পুল রিকুয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনারাও অবদান রাখতে পারেন । বিস্তারিত দেখতে পারেন এই ভিডিওতেarrow-up-right

বর্তমানে বইটির কন্টেন্ট বিভিন্ন কন্ট্রিবিউটর এবং নানা রকম সোর্স থেকে সংগৃহীত এবং সংকলিত।

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International Licensearrow-up-right.

Last updated